বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলায় এফআইভিডিবি’র উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ৬২, ব্রি ৭২ ধান বীজ বিতরণ করা হয়েছে।
গত ১৯ জুন থেকে ২৯ জুন পর্যন্ত এফআইভিডিবি’র বিশ্বম্ভরপুর উপজেলা প্রকল্প অফিস থেকে বিভিন্ন গ্রুপে প্রতিজন কৃষককে ৩ কেজি করে ধান বীজ বিতরণ করা হয়।
জানা যায়, শিশু ও গর্ভবতীসহ সকল মানুষের অপুষ্টি সমস্যা সমাধানকল্পে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জিংকসমৃদ্ধ এ ধানের জাত বিস্তৃত করার লক্ষ্যে হারভেস্ট প্লাস প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামের আমন চাষী কৃষকদের মধ্যে ৩৭৫ জনকে ব্রি ৬২ ও ২৫জনকে ব্রি ৭২ ধানবীজ বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন পলাশ ইউপির চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দেলোওয়ার হোসেন, পিও আব্দুল মজিদ, সাংবাদিক হাসান বশির প্রমুখ।