সুনামকণ্ঠ ডেস্ক ::
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারতীয় ভিসা আরো সহজ করা হবে। আগামীতে সিলেটে নতুন করে একটি ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন করা হবে।
মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে ভারতীয় অর্থায়নে নির্মিত মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সামাজিকতা ও সংস্কৃতি প্রায় একই ধরনের। বাংলাদেশি মনিপুরীদের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। আগামীতে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় কমলগঞ্জের মণিপুরী নৃত্য শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে।
মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার মণিপুরী কালচারাল কমপ্লেক্সের লাইব্রেরি, আইসিটি সেন্টার, মিউজিয়াম, নারী তাঁতকেন্দ্র, ডরমেটরি পরিদর্শন করেন।