স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, সদর উপজেলা পরিষদের ভ্রারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক মন্ডলীর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, অ্যাড. মতিউর রহমান পীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম মোর্শেদ, সদর মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া, কোরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ।