ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইতফার পূর্ব মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরফান আলী, ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন কনিক, ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, ফেরদৌসুর রহমান, জাকিরুল আজাদ মান্না, সঞ্জয় রায় চৌধুরী, আজিম মাহমুদ প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচলনা করেন ধর্মপাশা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা বজলুর রহমান।