ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
‘এক পুলিশ কর্মকর্তা কর্তৃক ঢাকা গেন্ডারিয়া মসজিদ থেকে মুসুল্লিদের বের করে দেয়ার হুমকি’র প্রতিবাদে মাদানী কাফেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলার সদরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে কাফেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. আলতাফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর কান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল করিম, খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা কাওছার আহম্মদ, রামপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মফিজুর রহমান আলাল, খিদমাতুল ইনসান ফাউন্ডেশনের জামালগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী উজ্জ্বল, হাফিজ মাহাদি হাসান, বায়জিদ আহম্মদ মারুফ, আনোয়ার হোসেন, আরিফুর রহমান রনি, শোয়াইব আহম্মদ, রুবলে খান প্রমুখ।