জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে সামনে সিলেট রাগীব রাবেয়া ফাউন্ডেশনের অর্থায়নে জামালগঞ্জ উপজেলা প্রতিবন্ধী সমিতির আয়োজনে ১২০ জন প্রতিবন্ধীর মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী, মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, ভীমখালি ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, উপজেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি আবুল কাসেম, মুক্তিযোদ্ধা মদরিছ আলী, সমাজসেবা অফিসের তপন রায়, শাহ্ আলম চিশতী প্রমুখ।