বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে ইজি-বাইক মালিক শ্রমিক পরিবহন লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কারেন্টের বাজারে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন পলাশ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সাজু।
সংগঠন সভাপতি জহুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সাজু, সহ-সভাপতি আব্দুল কাদির, ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, মুক্তিযোদ্ধা মজলু মিয়া, জাপা নেতা সিরাজ পাগলা, শ্রমিকলীগ পলাশ ইউপি সভাপতি আজমান আলী, সংগঠন সম্পাদক হুমায়ুন কবির।
অন্যান্যের উপস্থিত ছিলেন ফিরোজ মিয়া, আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক, ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, রাফিকুল ইসলাম, মিরাজ আলী, সজিব, বুরহান উদ্দিন, সুহেল মিয়া, শফিকুল, আজিজ রানা, ফারুক, জহিরুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ।