জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় ভিক্ষুকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর ডিগ্রি কলেজ শিক্ষার্থী রনিরাজ, মনিকা আক্তার ও মবিয়া তালুকদারের উদ্যোগে এবং সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী কনিকা আক্তারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে শতাধিক অসহায় ভিক্ষুকগণ অংশগ্রহণ করেন। এ সময় তরুণ সমাজকর্মী লাহিন আহমদ, জগন্নাথপুর আর্ট স্কুলের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ সজল, সাংবাদিক এমডি মুন্না, কলেজ শিক্ষার্থী মোশারফ হোসেন, সিলেট সরকারি কলেজ শিক্ষার্থী তানভীর আহমদ ইমু, সমাজকর্মী সাবের আহমদ, সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ শহিদুল ইসলাম।