জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ইব্রাহিম মিয়া (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত রোববার রাতে ইব্রাহিম মিয়া তার নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে গতকাল সোমবার সকালে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম মিয়া জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে কি কারণে ইব্রাহিম মিয়া আত্মহত্যা করেছে, তা জানা সম্ভব হয়নি।