সুনামকণ্ঠ ডেস্ক ::
জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট বক্তৃতায় ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন স্থাপনের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সোমবার সংসদের তাঁর বক্তৃতায় তিনি হাওর অঞ্চলের ২ কোটি মানুষের প্রত্যাশা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, দেশের প্রতিটি ননএমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত করা অথবা জাতির জনক শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানান।
এছাড়া পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল স্থাপনের উদ্যোগ ও সিলেটের সন্তান কালি প্রদীপকে ১৪২তলা আইকনিক টাওয়ার নির্মাণের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।