‘আদর্শকে ধারণ করি, স্বপ্নকে সত্যি করি’ এই শ্লোগানকে সামনে রেখে স্বপ্নাদর্শ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সুনামগঞ্জ পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর, জেলা ক্রীড়া সংস্থা, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি