জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক ভেজালবিরোধী অভিযানে মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জগন্নাথপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ূন কবির ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমানের নেতৃত্বে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ দলের নেতৃত্বে ছিলেন এসআই অভিজিৎ সিংহ।
অভিযানে ভোক্তা অধিকার আইনে দোকানের সামনে সড়ক দখল করে মামলামাল রেখে যানজট সৃষ্টি করার দায়ে বাজারের হাবিব ট্রেডার্স ২০ হাজার, শাহ পরান স্টোর ৫ হাজার, ইসলাম ব্রাদার্স ১০ হাজার, হাবিব ভেরাইটিজ স্টোর ২০ হাজার, আতাউর রহমান ১০ হাজার, কম মূল্যের কাপড়ে অতিরিক্ত মূল্য লাগিয়ে বিক্রি করার দায়ে রূপনগর শাড়ি এন্ড কসমেটিকস ২৫ হাজার, কাগজপত্রে ত্রুটি থাকায় ২ মোটরসাইকেল আরোহীকে ১ হাজার, খাদ্যে ভেজাল থাকায় মিতালী রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, তালুকদার রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, রিফাত কোং-কে ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।