তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে নৌকাঘাটে খাস কালেকশনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর ডাম্পের বাজার নৌকাঘাটে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হল তরিকুল ইসলাম (২৫), আহমদ মিয়া (২৮) ও আবু লেইছ (৪২)।
আহতদেরকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।