সুনামকণ্ঠ ডেস্ক ::
সংসদের চলতি অধিবেশনে জামায়াত নিষিদ্ধের বিল উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
সোমবার সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাব আয়োজিত এক ইফতার মাহফিলের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী দেশের বাইরে আছেন। আর সংসদের চলতি অধিবেশনের আরো তিন-চারদিন বাকি আছে। আগামী ২৯ জুন বাজেট পাশ হবে। তবে সম্ভাবনা আছে চলতি সংসদ অধিবেসনে জামায়াত নিষিদ্ধের বিল উত্থাপিত হতে পারে।
গাজীপুর প্রেসক্লাব সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন সবুজ, আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, প্রেসক্লাব সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম।