বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে দুই দফা সংঘর্ষের ঘটনায় অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১২টা ও ৩টায় পলাশ বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১২টার দিকে পলাশ উচ্চ বিদ্যালয় মাঠের একাংশ ও পার্শ্ববর্তী সড়কের কিছু অংশে বাজার বসানো নিয়ে কথিত বাজার কমিটির সভাপতি সোহেল মিয়ার সঙ্গে আজম খাঁন ওয়াকফ এটেস্টের পলাশ বাজার অংশের সাব ইজারাদার শফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা ৩টার দিকে বাজারের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় একই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। দু’দফা সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রফিকুল ইসলাম (৪০), ইয়াছিন (২৬), আবু হানিফ (২১), আবুল কাশেম (১৪), দ্বীন ইসলাম (১৫), আব্দুস সামাদ (১৩), হাবিবুর রহমান (১৩), সফিকুল ইসলাম (১৪), অজুফা বেগম (৩৫), রুবেল মিয়া (২২), শফিকুল ইসলাম (৩৪), নাজিম উদ্দিন (৩৫)- বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত ইয়াছিন মিয়া (২৮), ছয়ফুল ইসলাম (২২), সাইফুল (২৮)-কে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।