দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা গণমিলনায়তন হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি কামরুজ্জামান, পৌর বিএনপি’র সভাপতি হাজী আহমদ মিয়া, অ্যাড. সুহেল আহমদ, পৌর বিএনপি’র সাধারণ স¤পাদক আনোয়ার হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ স¤পাদক মুজাহিদুল ইসলাম সর্দারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফিজ ইদ্রিস আহমদ।