স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (৩য় পর্যায়) সামাজিক তহবিল ব্যবস্থাপনা (এসসিএম) হস্তান্তর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আইইউসিএন-এর আয়োজনে তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার ৪টি ইউনিয়নের ৭৩টি গ্রামের ৫ হাজার ৬৩০ জন সুবিধাভোগীদের সঞ্চিত তহবিল হস্তান্তর বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন আইইউসিএন থিমাটিক কো-অর্ডিনেটর মোহাম্মদ আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, ধর্মপাশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান, সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, ইরা’র প্রকল্প সমন্বয়কারী তাওহিদুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ, উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন, পলাশ আহমেদ, আব্দুস সালাম প্রমুখ।