স্টাফ রিপোর্টার ::
শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ শিবলু বৈদ্য (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকার বানু বৈদ্য’র পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৫ পিস ইয়াবাসহ শিবলু বৈদ্যকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৬ হাজার ৭৫০ টাকা।
র্যাব জানায়, এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।