স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন, আমরা হাওরাঞ্চলের মানুষ, দুর্যোগের মধ্যেই আমাদের বসবাস। দুর্যোগের মধ্যেই আমাদের জীবন-যাপন। এখানে প্রচুর মাছ হয়, ধান হয়, সবজি হয়। অথচ মানবসৃষ্ট দুর্যোগের কারণে এসব সম্পদ আমরা রক্ষা করতে পারি না। তিনি বলেন, কিছু সংখ্যক অসাধু পিআইসি যারা বাঁধের কাজ করান এবং পাউবো’র কিছু সংখ্যক অসাধু প্রকৌশলী যারা বাঁধের কাজ তদারকি করেন এরাই মূলত হাওরাঞ্চলে মানবসৃষ্ট দুর্যোগের সৃষ্টি করেন। এদের কারণে কৃষকের চোখের সামনে সোনালী ফসল পানিতে তলিয়ে যায়। যেখানে মাঘ-ফাল্গুন মাসে বাঁধ দেয়ার কথা সেখানে বৈশাখ মাসেও বাঁধের কাজ শেষ হয় না। হাজার হাজার কৃষকের সোনালী ফসল দুর্যোগে আক্রান্ত হয়। তখন পানি উন্নয়ন বোর্ডের অসাধু প্রকৌশলীদের আর দেখা মেলে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায় তাহলে অন্যরাও সতর্ক হয়ে যাবে।
তিনি গতকাল রোববার দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আকস্মিক বন্যা, ভূমিকম্প ও বজ্রপাত বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, তাড়ল ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার, দিরাই-সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, জগদল ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সচিব আব্দুল্লা আল-আমিন প্রমুখ।