ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের দুধবহর গ্রামের বাসিন্দা কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক লিখনের ৩৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একক কবিতাপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ধর্মপাশা সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবি আনিসুল হক লিখন তাঁর রচিত বেশ কয়েকটি কবিতা পাঠ করেন।
সংগঠনের সহ-সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সালেহ আহমদ।
সংগঠনের সাধারণ সম্পাদক চয়ন কান্তি দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি এনামুল হক এনি, সাংবাদিক সাজিদুল হক সাজু, এম এম এ রেজা পহেল, সেলিম আহমেদ, সংগঠনের সদস্য সাকিল আহমেদ মুন প্রমুখ।
অনুষ্ঠানে হাওরের জল-জোছনা, মুক্তিযুদ্ধ, রাজনীতিসহ নানা বিষয়ে কবি আনিসুল হক লিখন তাঁর স্বরচিত ২০টি কবিতা আবৃত্তি করেন। পরে ধর্মপাশা সাহিত্য পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।