ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে আল হক্কুল আমিন পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে মাহে রহজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. আলতাফুর রহমান।
সাধারণ সম্পাদক হাফিজ মাছরুফ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাদির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জামালগঞ্জ সদর নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা শরফুল বাশার, উপজেলার জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল গফফার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার, মানুষের জন্য সেবা সংগঠনের সভাপতি আলী আক্কাস মুরাদ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, খিদমাতুল ইনছান ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ আলী উজ্জ্বল, সাইফুল ইসলাম, মাহদী হাসান, রুবেল খান প্রমুখ।