ধর্মপাশা প্রতিনিধি ::
তৃণমূল পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সঙ্গে সম্পৃক্ত করে দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) স্কোপ প্রকল্পের সুনামগঞ্জ জেলা ফেডারেশন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা ফেডারেশন সমন্বয় কমিটির সভাপতি ইয়াসমীন আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা ফেডারেশন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, স্কোপ প্রকল্পের ধর্মপাশা উপজেলা শাখার ম্যানেজার সাইফুল ইসলাম, মাঠ সমন্বয়কারী শ্যামা প্রসাদ চক্রবর্তী, স্কোপ প্রকল্পের মধ্যনগর ইউনিটের ম্যানেজার মো. আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেসি অফিসার জেসমিন আক্তার, ডিসিএ প্রতিনিধি প্রদীপ কুমার প্রমুখ।