সাউতুল হেরা সাংস্কৃতিক ফোরাম, সুনামগঞ্জের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জামিয়া মাদানিয়া মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শায়খ বদরুদ্দীন ইসহাক আল মাদানী।
ফোরাম-পরিচালক মাওলানা ত্বাহা হোসাইন, সঙ্গীত পরিচালক মাহফুয নাদীম ও ব্যবস্থাপনা পরিচালক সুহাইল আহমদ ইয়াহইয়া’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সহকারি মহাসচিব প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল বছির দা.বা.।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আঞ্জুমানে তালীমুল কুরআনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক, মুফতি আহসানুল হক বাকের, মাওলানা ইকরাম উদ্দীন, হাফিজ মাওলানা আমিরুল ইসলাম, হাফিজ মাওলানা হাম্মাদ আহমদ, হাফিজ রায়হান মূসা, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আমীরুল ইসলাম প্রমুখ।
উক্ত প্রতিযোগিতায় কেরাত ও হামদনাতে প্রায় ৬০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উভয় বিভাগে সর্বমোট ১০জনকে পুরস্কার প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি