ছাতক প্রতিনিধি ::
ছাতক ভূমি অফিসের আঙিনায় ‘সেবা নিকেতন’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। বৃহস্পতিবার সকালে সহকারি কমিশনার (ভূমি)’র কার্যালয় প্রাঙ্গণে এ সেবা নিকেতন উদ্বোধন করা হয়। পরে বিভাগীয় কমিশনার ভূমি অফিস পরিদর্শন করেন।
তিনি অফিসের রেকর্ডরুম, শ্রেণিবিন্যাসকৃত ফাইল ও নথিপত্র নিরীক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান প্রমুখ।
সেবা নিকেতনে সেবাগ্রহীতাদের অভিযোগ গ্রহণ এবং অভিযোগ সাপেক্ষে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।