ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে বিদ্যালয় আঙিনায় বৃক্ষরোপণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী তৌফিক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুল্লাহীল সাফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. উজ্জ্বল, দিল আহমেদ, পরিচালনা কমিটির সদস্য মো. নুরু মিয়া, মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মুতিন, বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়ের, অভিভাবক আব্দুল হক, মিছবাহ-উল, আব্দুল জব্বার মাস্টার, আলমগীর সরকার প্রমুখ।
জানাযায়, শুক্রবার বিদ্যালয় আঙিনায় ফলজ, বনজ, ঔষধিসহ প্রায় ৩ শতাধিক গাছ রোপণ করা হয়।