স্টাফ রিপোর্টার ::
সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, জেলা পর্যায়ের প্রত্যেক কর্মকর্তাদের উচিত প্রত্যেক কাজে গতিশীলতা আনয়ন করা, কাজগুলোকে জনমুখী করে গড়ে তোলা। প্রত্যেক বিভাগে অন্তত একটি কাজ যদি সুন্দরভাবে সম্পন্ন করা যায় তাহলে সে কাজটি অবশ্যই দৃশ্যমান হবে এতে কোন সন্দেহ নেই।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রত্যেক বিভাগকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। জনকল্যাণে সবাইকে কাজ করতে হবে।
“টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখীসেবা ও উদ্ভাবনী প্রয়াস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল হাকিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমেদ, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. সুহেল পারভেজ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদ প্রমুখ।