জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী, বৃদ্ধসহ কমপক্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সামাট মোল্লা বাড়ি গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন বদরুল হক কাচা মিয়া (৮০), আজিম উদ্দিন (৬৫) ও জয়তেরা বিবি (৫৫)।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ-খবর নেয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।