সুনামকণ্ঠ ডেস্ক ::
২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ বাড়ানো হচ্ছে। একইসঙ্গে, যারা কলেজে ভর্তির আবেদনই করেননি তাদের জন্যও নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে।
বৃহ¯পতিবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৬ জুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আসনের বিপরীতে মেধাতালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা ধরে ২২ জুন পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়।
ভর্তির জন্য পাঁচ দিন সময় দেওয়া হলেও রাজধানীর নামিদামি কলেজগুলোতে এখনো অর্ধেক শিক্ষার্থীও ভর্তি হয়নি বলে জানা গেছে। তাই অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি।
সংখ্যায় বেশি শিক্ষার্থী মেধাতালিকা থেকেই ভর্তি হয়। যেহেতু মেধাতালিকা থেকে এবার বেশি শিক্ষার্থী ভর্তি হয়নি, তাই অপেক্ষমাণ তালিকা থেকে বেশি শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে।
অপেক্ষমাণ তালিকা থেকে মেধাতালিকা প্রকাশ করা হবে আজ শুক্রবার। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত। বিলম্ব ফিসহ ভর্তি ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত। সাবকমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির ঘোষিত এই সময়সূচি আরো বাড়ানো হবে। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যেহেতু অনেক আসন খালি থাকবে। তাই কেউ যাতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারটি লক্ষ্য রাখা হচ্ছে। যারা এখনো অনলাইন বা এসএমএসে আবেদনই করেনি তাদের কীভাবে ভর্তির সুযোগ দেওয়া যায় সে চিন্তা করা হচ্ছে। প্রয়োজনে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিতদের ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি উন্মুক্ত করা যায় কি না, সে বিষয়টিও ভাবনায় রয়েছে।
কলেজে ভর্তির নতুন আবেদনের সময় কবে থেকে শুরু বা শেষ হবে, তা এখনো ঠিক করা হয়নি। তবে যারা চলতি বছর একেবারেই আবেদন করেননি তাদের জন্য নতুন করে আবেদন করার সুযোগ দেওয়ার বিষয়টি মোটামুটি চূড়ান্ত।
জানা যায়, সারা দেশে প্রায় সাড়ে চার হাজার কলেজের আসন সংখ্যা প্রায় ১৯ লাখ। আর এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। চলতি বছরে উত্তীর্ণদের সঙ্গে ২০১৪ ও ২০১৫ সালের পাস করা শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। তবে আবেদন করেছে ১৩ লাখ এক হাজার ৯৯ জন। আবেদনকারীদের মধ্যে ৯ লাখ ৬০ হাজার শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য মেধাক্রমে স্থান পেয়েছে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১০ জুলাই।