ছাতক প্রতিনিধি ::
ছাতকে প্রয়াত আ.লীগ নেতা সামছুজ্জামান হারিছ মিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কালারুকা ইউনিয়নের রামপুর শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি আফতাব উদ্দিন।
মরহুমের ভাতিজা সুজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন, আবুল খয়ের ইকবাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির উদ্দিন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান, আইয়ূব আলী গেদা, রফিকুল ইসলাম, ফখর উদ্দিন মেম্বার, আ.লীগ নেতা জামাল উদ্দিন, শফিক মিয়া, সোনাহর আলী, যুবলীগ নেতা কাউসার আহমদ, ছাব্বির আহমদ, আবুল হোসেন, ছাত্রলীগ নেতা তাজাম্মুল হক রিপন, বাবলু আহমদ, মাহবুব আলম, হোসাইন আহমদ পাশা, মোসতাকিম রায়হান, আইন উদ্দিন, মমিনুর রহমান।
স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত হারিছ আলী ছিলেন আ.লীগের একজন নিবেদিত প্রাণ নেতা। রাজনীতি ছাড়াও তিনি সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন।