স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বুধবার উপজেলা গণমিলনায়তনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার ও আলোচনা সভায় সংগঠনের কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহীন রেজা, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মতিউর রহমান মতি, শ্রমিকলীগ সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।