সুনামগঞ্জের সমমনা বেসরকারি সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি এবং কার্যক্রমে সমন্বয় সাধন ও সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এনজিও নেটওয়ার্কিং সভার আয়োজন করে। বুধবার বিকেলে সনাক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সনাক সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে-এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। তিনি বলেন, সকল বেসরকারি সংস্থার উদ্দেশ্য হলো মানুষের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধন করা। বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিওসমূহ সরকারের পাশাপাশি জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজ করে থাকে। সুতরাং সকলের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই মানবসেবা প্রদান করা প্রয়োজন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন এবং কিভাবে আরো কার্যকরী ও ফলপ্রসূভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দরিদ্র অবহেলিত সাধারণ মানুষকে সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করেন। সভায় সকল প্রতিষ্ঠান টিআইবি সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে একাত্মতা এবং সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সনাকের পক্ষ থেকে সকল প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল কর্মসূচি পরিচালনার আহ্বান জানান হয়।
অনেকের মধ্যে নেটওয়ার্কিং সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য ধূর্জটি কুমার বসু, যোগেশ্বর দাশ, অ্যাড. নাজনীন বেগম, এনামুল হক চৌধুরী, অ্যাড. আইনুুল ইসলাম বাবলু, নির্মল ভট্টাচার্য্য, সঞ্চিতা চৌধুরী, খলিল রহমান, মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান, কানিজ সুলতানা, নারীনেত্রী গৌরী ভট্টাচার্য্য, কেয়ার প্রতিনিধি জোবেদা খানম, হেলভেটাস প্রতিনিধি মো. জালাল উদ্দিন, মেরী স্টোপ প্রতিনিধি মৃণাল কান্তি কর, স্যানক্রেড ওয়েলফেয়ার প্রতিনিধি সত্যেন্দ্র নাথ মিত্র, টিআইবি’র প্রতিনিধি বিন্দু রিছিলসহ এফপিএবি, প্রিপ ট্রাস্ট, কারিতাস এবং ইরা’র প্রতিনিধি প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি নুরুর রব চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি