ছাতক প্রতিনিধি ::
ছাতকে মাছুম আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের আব্দুল হকের বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিররাই জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন। ইফতার মাহফিলে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য অসিত কুমার দাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, আজির উদ্দিন, তমাল পোদ্দার, মহবুব আলম সাদেক, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, তজুম্মুল আলী মেম্বার, হাজী মতিউর রহমান, মাওলানা জাকির হোসেন, ব্যবসায়ী শামীম আহমদ, দানিছ মাহমুদ, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফজলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।