সুনামকণ্ঠ ডেস্ক ::
সড়ক দুর্ঘটনায় মুমূর্ষু রোগীদের জরুরি সেবা দিতে হাইওয়ে সংলগ্ন উপজেলা হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ট্রমা ইউনিট স্থাপন করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ পরিকল্পনার কথা বলেন।
সরকারি দলের সদস্য মো. হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে দেশে নকল ওষুধ উৎপাদন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এ ব্যবস্থা চলমান রয়েছে।
মন্ত্রী জানান, ২০১৫ সালে জানুয়ারি থেকে ২০১৬ সালের মে পর্যন্ত সারাদেশে ভেজাল ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ৯৯৭টি মামলা দায়ের করে ৫ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ৫৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ৬৮টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং আনুমানিক ২৭ কোটি টাকার ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ওই ১৭ মাসে ভেজাল ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রি করার দায়ে ড্রাগ কোর্টে ৩৯টি এবং ম্যাজিস্ট্রেট কোর্টে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।