সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে প্রকাশ্যে ছিনতাইকালে সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর জিন্দাবাজারে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলো- সুনামগঞ্জের শামীম আহমদ কবির (৩৫) ও সিএনজি অটোরিকশা চালক রুকু মিয়া (৩০)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ছিনতাইয়ের শিকার বিষ্ণু চন্দ্র শীল বলেন, জিন্দাবাজারে অবস্থিত আল আরাফাহ ইসলামী ব্যাংকের কৃষি ও গ্রামীণ ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্প থেকে ৩০ হাজার টাকা ঋণ উত্তোলন করেন তিনি। ব্যাংক থেকে বের হওয়ার পর চার ব্যক্তি জোরপূর্বক তাকে একটি সিএনজিতে তুলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার বোনের আর্তচিৎকারে লোকজন অটোরিকশাটিকে ধাওয়া করে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, সিএনজি অটোরিকশার চালকসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। আটককৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।