শুদ্ধ সংগীত পরিষদ, সুনামগঞ্জ ১৪০০ বঙ্গাব্দ হতে সংগীত শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীন নিয়মিত ছাত্রছাত্রীদের সংগীত পরীক্ষা প্রদানের ব্যবস্থা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ ও ১৭ জানুয়ারি ২০১৬ তারিখে এই পরীক্ষাকেন্দ্রে ১৪২২ বঙ্গাব্দের বার্ষিক সংগীত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ১ম বর্ষ হতে ৮ম বর্ষ পর্যন্ত বিষয়ভেদে ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠিত সংগীত পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়। পরীক্ষায় এই কেন্দ্রে অংশগ্রহণকারী ৭৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ৬০ জন ১ম বিভাগ, ১০ জন ২য় বিভাগ ও ২ জন ৩য় বিভাগে উত্তীর্ণ হয়েছে। প্রকাশিত ফলাফলে এই কেন্দ্রের ৫ জন কৃতী পরীক্ষার্থী বিভিন্ন বর্ষে বোর্ডে যথাক্রমে ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে শুদ্ধ সংগীত পরিষদ, সুনামগঞ্জের সুনাম বৃদ্ধি করে। শাস্ত্রীয় কণ্ঠসংগীতে চতুর্থ বর্ষে দ্বিতীয় স্থান অধিকার করে অন্তরা খাসনবীশ, ৫ম বর্ষে ১ম স্থান অধিকার করে শ্রাবণী দাস দৃষ্টি, তৃতীয় স্থান অধিকার করে সুপ্রিয়া চৌধুরী, নজরুল সংগীতে ৮ম বর্ষে প্রথম স্থান অধিকার করে মৈত্রেয়ী ঘোষ প্রমা এবং লোকসংগীত ৩য় বর্ষে ২য় স্থান অধিকার করে দেওয়ান ইল্হাম্ রেজা চৌধুরী।
উল্লেখ্য, এই কারিকুলামে ৩য় বর্ষ মাধ্যমিক, ৪র্থ বর্ষ উচ্চ মাধ্যমিক ১ম পর্ব, ৫ম বর্ষ উচ্চ মাধ্যমিক, ৮ম বর্ষ ¯œাতকোত্তর ১ম পর্ব হিসেবে পরিগণিত। সংবাদ বিজ্ঞপ্তি