দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জের দরপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের আমিনুর রশিদ ও তার স্ত্রী আছমা বেগমের সাথে প্রতিপক্ষের বাকবিতন্ডা হয়। এর জের ধরে একই গ্রামের প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। এতে আমিনুর রশিদ (৩৫), আছমা বেগম (২৮) ও আরিফ আহমদ (৫) আহত হন। তাদেরকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল-আমিন জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।