ছাতক প্রতিনিধি ::
ছাতকে কানু দাস নামে এক বৃদ্ধের (৫২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত হরি দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে নিজ বাড়ির শয়ন কক্ষে ঘুমাতে যান কানু দাস। সকালে পরিবারের সদস্যরা ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কানুর লাশ দেখতে পান। বিষয়টি থানাকে জানালে পুলিশ লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।