1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

‘ইফতার রাজনীতি’তে সক্রিয় রাজনৈতিক নেতারা

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

বিশেষ প্রতিনিধি ::
ইফতার কেন্দ্রিক রাজনীতিতে অবশেষে সক্রিয় হচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনগুলোর ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন তাঁরা। নেতারা ইফতার পার্টিগুলোতে যোগ দেয়ায় কর্মীদের মধ্যে চাঞ্চল্যতা দেখা দিয়েছে। এর আগে গত শনিবার দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় ‘ইফতার রাজনীতিতে ভাটা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপরেই রাজনীতিবিদদের টনক নড়ে।
রোববার জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক প্রবাসী নেতার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, অধ্যক্ষ শেরগুল আহমেদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গত দুই দিনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একাধিক ইফতার ও আলোচনা সভায় অংশ নেন।
অন্যদিকে ক্ষমতাসীন আ.লীগের নেতারা ইফতার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। নেতাদের সঙ্গে সাধারণ নেতাকর্মীরাও যোগ দিচ্ছেন ইফতারপার্টিগুলোতে। ইফতার পার্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিচ্ছেন নেতা-কর্মীরা।
সোমবার সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, নানা শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, পিপি খায়রুল কবির রুমেন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুরসহ জেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়া জেলা আ.লীগের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিলে অংশ নেন। এছাড়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনও আগামী কয়েকদিন সুনামগঞ্জে অবস্থান করে ইফতার মাহফিলে অংশ নিবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com