ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক প্রচার সম্পাদক ও যুক্তরাষ্ট্র আ.লীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়ার মাতা হাজী হাজেরা খাতুন তালুকদার (৯২) মৃত্যুবরণ করেছেন। রোববার বেলা ১২টায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার ৩টায় হাজী ফুরকান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা মাসে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।