শাল্লা প্রতিনিধি ::
পাবনার হেমায়েতপুর সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা সৎসঙ্গ।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সঞ্চালনায় ও সভাপতি মনোরঞ্জন দাসের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবনী মোহন দাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিধূ ভূষণ রায়, জ্যোতিষ তালুকদার বাদল।
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, তরুণ কান্তি দাশ, বসুদেব দাশ, বাদল চন্দ্র দাশ, মোহন্ত গুরুচরণ দাশ, কৃষ্ণধন বৈষ্ণব, রণধীর সরকার বাবুল, অজিত তালুকদার প্রমুখ।