স্টাফ রিপোর্টার ::
গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার দুপুরে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে এই আহ্বান জানান তাঁরা। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার ইউসুফ আল-আল আজাদ, চেয়ারম্যান মো. মোকশেদ আলী, মুজিবুর রহমান চৌধুরী, মলয় কান্তি তালুকদার, মো.আব্দুল মজিদ প্রমুখ।
বক্তারা বলেন, একাত্তরে ৯ মাসে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। এবারও একাত্তরের চেতনায় দেশ থেকে মৌলবাদ, জঙ্গিবাদ, গুপ্তহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাবো। তাঁরা বলেন, দেশে যেভাবে গুপ্তহত্যা, সন্ত্রাস চলছে তা প্রতিরোধ করতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও ভূমিকা রাখতে হবে। মানববন্ধনে সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফজলুল হক, শফিকুল ইসলাম, মাখন লাল দাস, মতিলাল দাস, জাফর আলী, আব্দুল খালেক, আব্দুল জাহির, গিয়াস উদ্দিন প্রমুখ।