বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের পুনর্মিলনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলক তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি রইসুজ্জামান। জেলা প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ তারেক চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদের সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমদ, কলেজ সংসদের সহ-সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, কোষাধ্যক্ষ রিপন বর্মণ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান আসাদ মনি, সাংস্কৃতিক সম্পাদক মনিকা মজুমদার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সৌরভ ভট্টাচার্য্য, ছাত্রনেতা মলয় চন্দ্র কর, পাপ্পু তালুকদার, পারভেজ আহমেদ, আসাদ, সজিব নন্দী, সুজিত দাস, জয়ন্ত দাস, সঞ্জয় দাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি