স্টাফ রিপোর্টার ::
জঙ্গি দমনের অজুহাত দেখিয়ে সরকার বিএনপি নেতাকর্মীসহ জনসাধারণকে নির্বিচারে গ্রেপ্তার করছে অভিযোগ তুলে প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছিল বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচি পালনে গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শহরের পৌরবিপণি থেকে মিছিলটি বের হয়ে আলফাত স্কয়ারের দিকে আসতে থাকলে নেতাকর্মীদের গতিরোধ করে পুলিশ। পুলিশি বাধার মুখেই প্রতিবাদ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
আলফাত স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, এসপি’র স্ত্রী হত্যার ঘটনা অন্যখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে দেশে গণগ্রেফতার নাটক সাজানো হয়েছে। গণগ্রেফতারের নামে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সে সুযোগে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে। তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণগ্রেফতার করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। জনতার বিজয় হবেই হবে।
অ্যাড. আব্দুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনিসুল হক, অ্যাড. মাসুক আলম, আ ত ম মিসবাহ, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল হক আফিন্দী, সুনামগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য নূর হোসেন, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, তাহিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, মো. আলী, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. আবুল কাশেম, সিরাজুল হক, মামুন চৌধুরী, রফিকুল ইসলাম, আলী আহমদ মুরাদ, দেওয়ান রাবিন আনোয়ার, হুসেন আমীর, মদরিছ চৌধুরী, মোস্তাক আহমদ, কামাল পাশা, আফিকুল ইসলাম, আবুল কাশেম, আব্দুল হাসিম, আব্দুল মতিন, আব্দুল মজিদ, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী প্রজন্ম৭১-এর জেলা সভাপতি একে কুদরত পাশা, মকসদ মিয়া, রেজাউল করিম চৌধুরী, আবু তালেব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ছাত্রদল নেতা ফরহাদ শাহ, রুহুল হাসান রূপক, মুছিহুর রহমান জুনায়েদ, রাসেল মিয়া, আলম, আজাদুর রহমান আজাদ, আব্দুল মালেক, সাইফুল ইসলাম রাহী, মোস্তাক আহমদ, হিরা মিয়া, তজমুল হক নাসরুম, রুবায়েত, নবী নূর।