বাংলাদেশ খেলাফত মজলিস, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় রমজানের তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা মো. মুছা মোল্লা, মাওলানা সৈয়দ মুনসিফ আলী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা শাব্বির আহমদ, মুফতি আবু বক্কর, মুফতি আলী নেওয়াজ প্রমুখ।
এ সভায় সভাপতিত্ব করেন মাওলানা নুরুদ্দীন আহমদ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে খেলাফতের বিকল্প নেই। সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে ইসলামী আন্দোলনের জন্য প্রস্তুত করতে হবে।’ সংবাদ বিজ্ঞপ্তি