বিশেষ প্রতিনিধি ::
‘বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রে’র প্রতিবাদে ১৪ দল ঘোষিত কর্মসূচি ছিল গতকাল রোববার। কেন্দ্র থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু রোববার জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও জোটভুক্ত কোন দলই কেন্দ্রীয় কর্মসূচি পালন করেনি। এনিয়ে নেতা-কর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
নেতা-কর্মীরা জানান, বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে ১৪ দলের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। তৃণমূলেও কর্মসূচি পালন করতে বলা হয়। তবে সুনামগঞ্জে রোববার ক্ষমতাসীন দলটি ও জোটভুক্ত দলগুলোকে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে দেখা যায় নি। মূল দল আওয়ামী লীগ কর্মসূচি পালন না করায় অঙ্গসংগঠনগুলোও ছিল নীরব। তবে পৌর যুবলীগের উদ্যোগে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়। মিছিলে শতাধিক নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়।
আ.লীগের নেতারা জানান, শীর্ষনেতারা ঢাকায় অবস্থান করায় কর্মসূচির ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারেন নি। জোটভুক্ত দলসমূহের সঙ্গে এবিষয়ে যোগাযোগ হয়নি।
আ.লীগের এক নেতা জানান, দল ক্ষমতায় থাকার পরও আমরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারছি না। যা খুবই দুঃখজনক। কর্মসূচির ব্যাপারে শীর্ষ নেতৃত্বকে সব সময় সজাগ থাকতে হবে।
এ ব্যাপারে জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।