ছাতক প্রতিনিধি ::
ছাতকে সড়ক দুর্ঘটনায় আবুল বায়েছ (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪জন সিএনজি যাত্রী। গতকাল শুক্রবার বিকেলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কালারুকা এলাকার হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবুল বায়েছ কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের ওয়াজির আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতকগামী একটি সিএনজি’র সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপের মখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি যাত্রী আবুল বায়েছ ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।