স্টাফ রিপোর্টার ::
শ্রীমৎ স্বামী ধ্রুবেশনানন্দজী মহারাজ-এর রামকৃষ্ণ আশ্রমে শুভাগমন উপলক্ষে ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ষোলঘর রামকৃষ্ণ আশ্রমে এই ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে মোমবাতি প্রজ্জলন ও উলুধ্বনির মধ্যদিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়া হয়। পরে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে ও বিমান কান্তি রায়-এর সঞ্চালনায় ভক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশনানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, শ্রী রজত ভূষণ রায়, সীমা চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা সভাপতি নৃপেশ তালুকদার নানু, সুখেন্দু সেন, রঞ্জিত দাস কটি, সুবিমল চক্রবর্তী চন্দন, কার্ত্তিক রায়, চন্দন প্রসাদ রায়, অলক দত্ত, অঞ্জন রায় প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, স্বাগত বক্তব্য রাখেন যোগেশ্বর দাস।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং সকাল ৭টায় জগধ্যান অনুষ্ঠান, আশীর্ব্বাণী প্রধান করবেন শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। সকাল সাড়ে ৮টায় বিবেকানন্দ পাঠাগার শুভ উদ্বোধন করা হবে।