ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিএলএসডি) ‘দেখে নেয়ার’র হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপি নেতার ছোট ভাই। ওই কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. গোলাম কিবরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
ওই কর্মকর্তার থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্যনগর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ও মধ্যনগর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর ছোট ভাই রিপন মিয়া ওই গুদাম চত্বরে শতাধিক মণ ধান নিয়ে রাখেন। সকাল ১০টার দিকে তিনি ধানের কিছু সেম্পল নিয়ে মধ্যনগর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডির) অফিসে ঢুকে ওই সেম্পল ধান দেখালে তা নিম্নমানের হওয়ায় তা গুদামে নিতে অপারগতা প্রকাশ করলে রিপন মিয়া এ সময় ক্ষেপে যান। এক পর্যায়ে তিনি ওই কর্মকর্তার টেবিলের ওপরে থাকা দাপ্তরিক কাগজপত্র তছনছ করে ফেলে সেখান থেকে চলে আসেন। একইদিন বেলা ১টার দিকে ওই ব্যক্তি আবারও খাদ্যগুদামে ঢুকে ওসিএলএসডিকে গালিগালাজ করতে থাকেন। এ সময় ওই কর্মকর্তা কীভাবে এখানে চাকরি করেন তা দেখে নেওয়ার হুমকি দেন রিপন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তা খাদ্যগুদামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানার ওসিকে মুঠোফোনে জানান।
মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) গোলাম কিবরিয়া বলেন, রিপন মিয়ার নামে কোনো কৃষি কার্ড নেই এবং উপজেলা কৃষি বিভাগ থেকে তৈরিকৃত প্রকৃত কৃষকদের তালিকায় তাঁর নাম নেই। আমি তার অন্যায় দাবি না রাখায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার টেবিলের ওপর থাকা প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র তছনছ করেছেন এমনকি আমার বাবা মা তুলে অশ্লীল ভাষায় গালিগালাজসহ কীভাবে আমি এখানে চাকরি করি তা দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। আমি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানা পুলিশকে জানিয়েছি।
এ ব্যাপারে রিপন মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর বড়ভাই মধ্যনগর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু বলেন, আমার ছোট ভাই রিপন মানসিক ভারসাম্যহীন। সে এমনটি করবে ভাবতে পারিনি। এ ঘটনায় আমি লজ্জিত। আমি আমার ছোটভাইয়ের হয়ে ওই কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছি।
মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।