স্টাফ রিপোর্টার ::
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের হাছননগরস্থ প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেল সুপার আজিজুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ, সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্স সভাপতি খায়রুল হুদা চপলসহ জেলা শহরের স্বাস্থ্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, আইনজীবী, সমাজসেবক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ।