বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের মরাটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. রইসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে রাখেন এনামুল কবির, সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক মনিকা মজুমদার, শহর সংসদের সভাপতি শৈলেন সরকার, সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমেদ, ছাত্রনেতা সুজিত দাস, নিতু সরকার, রিপন বর্মণ, মিতা মজুমদার প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি স্বাধীন ছাত্র গণসংগঠনের নাম। ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীর জন্য বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক গণমুখী ও একই ধারার শিক্ষানীতি বাস্তবায়ন, শিক্ষা জীবনের সমস্যা সমাধান এবং শিক্ষার্থীর অধিকার সুপ্রতিষ্ঠার জন্যে লড়ছে অবিরাম। সংবাদ বিজ্ঞপ্তি